ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

‘ধ্যাততেরিকি’র তালে তালে...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মার্চ ২৮, ২০১৭
‘ধ্যাততেরিকি’র তালে তালে... আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান ও ফারিন, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনলাইনে ছাড়া হয়েছে অফিসিয়াল পোস্টার, একটি নয়, দুটি। ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখ। ‘ধ্যাততেরিকি’ ছবিটি আসছে পহেলা বৈশাখে। কিন্তু ছবিটির কাজ এখনও বাকি। ক’দিন ধরে এফডিসিতে টানা চলছে শুটিং।

সোমবার (২৭ মার্চ) এফডিসির ৩ নম্বর ফ্লোরে বিশাল সেটে শিরোনাম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান ও ফারিন। নির্মাতা শামীম আহাম্মেদ রনি বললেন, ‘একাধিক গানের শুটিং হওয়ার কথা ছিলো দেশের বাইরে।

সব মিলিয়ে ব্যাটে-বলে মেলেনি। এদিক বৈশাখ চলে এলো বলে। গান ছাড়া ছবির সব কাজ সম্পন্ন। ’

‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের শুটিং (ছবি: বাংলানিউজ)জাজ মাল্টিমিডিয়া সূত্র বলছে, ‘দবির সাহেবের সংসার’-এর পর ‘ধ্যাততেরিকি’ হচ্ছে তাদের দ্বিতীয় হাস্যরসাত্মক ঘরানার ছবি। ১৪ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। দুটি গানের শুটিংও শেষ হবে এরই মধ্যে।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।