ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

নারী ভক্ত ঠেকাতে নারী দেহরক্ষী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৩, মার্চ ২২, ২০১৭
নারী ভক্ত ঠেকাতে নারী দেহরক্ষী! ভক্তদের ভিড়ে শাহরুখ খান

নারী ভক্তদের ‘ভালোবাসা’ এড়াতে এবার নারী দেহরক্ষী নিয়োগ করেছেন শাহরুখ খান। এ কথা জানিয়েছেন শাহরুখ নিজেই। শাহরুখের অভিজ্ঞতা এমন যে, প্রায়ই তার শরীরে নারী ভক্তদের নখের চিহ্ন পাওয়া যায়। এ নিয়েই সমস্যা।

শাহরুখ হাসতে হাসতে জানান, নারীদের নখ অপেক্ষাকৃত সুন্দর ও বড়। সেগুলো আঘাত করতেও ভালোবাসে! শরীরে নখের চিহ্ন নিয়ে আগে স্ত্রী প্রশ্ন করতেন।

এ নিয়ে শুধু সময়ই ব্যয় হয়। এখন তার কন্যাও বড় হয়েছে। তাই মেয়ে ভক্তদের হামলা এড়াতে নারী দেহরক্ষী নিয়োগ দিয়েছেন বলিউড বাদশা।

কিন্তু কতোটা রক্ষা পাবেন পর্দার ‘রাজ’? সিমরানরাতো চিরকালই সিমরান, রাজভক্ত!

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।