ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

সোনমের প্রেমিককে মেনে নিয়েছেন বাবা-মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, মার্চ ৯, ২০১৭
সোনমের প্রেমিককে মেনে নিয়েছেন বাবা-মা (বাঁ থেকে) অনিল কাপুর, সুনিতা কাপুর, সোনম কাপুর ও আনন্দ আহুজা

বলিউড তারকারা প্রেমের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেন— এর বাইরে দাঁড়িয়েছেন সোনম কাপুর। খবর রটেছে, মেয়ের প্রেমিককে মেনে নিয়েছেন অনিল কাপুর ও সুনিতা কাপুর। 

সোনমের মা সুনিতা কাপুর সোনমের প্রেমিক আনন্দ আহুজাকে জামাই হিসেবে দারুণ পছন্দ করেছেন। এমনকি তার ইচ্ছে, এ বছরই সোনম-আনন্দের বাগদান হোক।

এদিকে, আনন্দকে সোনমের বাবা অনিল কাপুরও খুব পছন্দ করেন। এমনকি বাবার জন্মদিনে প্রেমিককে নিয়ে পার্টিও করেছিলেন সোনম। এর কয়েকটি স্থিরচিত্র অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

ক’দিন আগে প্রেমিককে নিয়ে একটি আর্ট ফেস্টিভ্যালে গিয়েছিলেন সোনম। তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরাল হয়। এর কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের ছবিও শেয়ার করেছেন আনন্দ।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।