ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

দুই রাত লখনৌ কারাগারে ছিলেন ফারহান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৩, ফেব্রুয়ারি ২২, ২০১৭
দুই রাত লখনৌ কারাগারে ছিলেন ফারহান! ফারহান আখতার ও লখনউ কারাগারের সেট (ছবি: সংগৃহীত)

লখনৌ কেন্দ্রীয় কারাগারে দুই রাত কাটাতে হয়েছে বলিউড অভিনেতা ফারহান আখতারকে। কোনো অপরাধের জন্য নয়, ‘লখনৌ সেন্ট্রাল’ নামে একটি ছবির জন্য এমনটি করতে হয়েছে তাকে।

শুধু ফারহান একা নন। তার সঙ্গে আরও ছিলেন ছবির প্রযোজক নিখিল আদভানি ও দলের অন্যান্য সদস্যরা।

এ প্রসঙ্গে নিকিলের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ছবির দৃশ্যধারণ শুরুর আগে সকলকে কারাগারে থেকে সেখানকার জীবন-যাপন সম্পর্কে ধারণা নেওয়া উচিত বলে জানিয়েছিলেন প্রযোজক। এ কারণেই দেখানে দু’দিন থেকেছেন তারা।  

সবচেয়ে মজার ব্যাপার হলো, যে কারগারে তারা ছিলেন সেটি ছিলো নকল। ছবির দৃশ্যধারণের জন্য মুম্বাইয়ের সুবারবন স্টুডিওতে লখনৌ কেন্দ্রীয় কারাগারের একটি সেট তৈরি করা হয়েছে।

রঞ্জিত তিওয়ারি পরিচালি ‘লখনৌ সেন্ট্রাল’এ ফারহানের সঙ্গে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী ডিয়ানা পেন্টি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।