ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

জয়ার প্রতিদ্বন্দ্বী কলকাতার পাঁচ অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, ফেব্রুয়ারি ২১, ২০১৭
জয়ার প্রতিদ্বন্দ্বী কলকাতার পাঁচ অভিনেত্রী জয়া আহসান (ছবি: সংগৃহীত)

ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তন), স্বস্তিকা মুখোপাধ্যায় (সাহেব বিবি গোলাম), রাইমা সেন (মনচোরা), পাওলি দাম (ক্ষত) ও গার্গী রায় চৌধুরীর (বেঁচে থাকার গান) সঙ্গে লড়তে হবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। ভারতের কলকাতার ফিল্ম-ফেয়ার পুরস্কারে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন তিনি।

ফিল্ম-ফেয়ারের ওয়েবসাইটে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধান চরিত্রে নারী অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন জয়া।

অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য জয়া এই মনোনয়ন পেলেন। ২০১৪ সালে একই নির্মাতার ‘আবর্ত’ ছবির জন্যও মনোনয়ন পেয়েছিলেন সুন্দরী এই অভিনেত্রী।

জিও ফিল্ম-ফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৭ (পূর্ব)-এ মনোনয়ন পাওয়ার লড়াইয়ে জয়ার সঙ্গে বাংলাদেশের শাকিব খান, আরিফিন শুভ, কুসুম সিকদার ও নুসরাত ফারিয়া ছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন জয়া আহসান।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসও/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।