ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

‘মাঝে মাঝে’ প্রত্যয় (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জানুয়ারি ২৯, ২০১৭
‘মাঝে মাঝে’ প্রত্যয় (ভিডিও)

২০১৬ সালের মাঝামাঝি এ প্রজন্মের দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও প্রত্যয় খানের সুর-সংগীতে তাদেরই গাওয়া তিনটি করে গান নিয়ে প্রকাশিত হয় ‘থ্রিজি’ অ্যালবামটি। এর মধ্যে প্রত্যয়ের ‘মাঝে মাঝে’ প্রশংসিত হয়।

ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় তৈরি হলো ‘মাঝে মাঝে’ গানের মিউজিক ভিডিও। গত ২৬ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এটি।

ভিডিওতে প্রত্যয়ের পাশাপাশি মডেল হয়েছেন নবাগতা লিয়ানা লিয়া ও সাদি। এটি নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম, সুর ও সংগীতায়োজন প্রত্যয়ের।

নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে প্রত্যয় বলেন, ‘গানটি আমার নিজেরই খুব পছন্দের। অডিওর মতো ভিডিও নিয়েও ভালো সাড়া পাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।