ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের সময় শায়া লাবাফ গ্রেফতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, জানুয়ারি ২৬, ২০১৭
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের সময় শায়া লাবাফ গ্রেফতার (বাঁয়ে) প্রতিবাদ জানাচ্ছেন শায়া লাবাফ (ছবি: সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির কারণে গ্রেফতার হলেন হলিউড অভিনেতা শায়া লাবাফ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে নিউইয়র্কের একটি জাদুঘরের বাইরে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা রয়টার্সকে পুলিশ জানায়, ‘হি উইল নট ডিভাইড আস’ লেখা একটি বাক্য সুরে সুরে গাইছিলেন ‘ট্রান্সফরমার্স’ ও ‘আমেরিকান হানি’ তারকা শায়া লাবাফ। ট্রাম্পের বিরুদ্ধে তার এই প্রতিবাদ সরাসরি সম্প্রচার হচ্ছিলো অনলাইনে।

পুলিশের একজন মুখপাত্র জানান, মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজের বাইরে ২৫ বছর বয়সী এক তরুণের মাথার স্কার্ফ টেনে নিয়ে তার মুখে আঁচড় বসানোর পর ধাক্কা মারা হয়। এর পেছনে শায়া লাবাফকে অভিযুক্ত মনে করা হয়েছে। তবে এই বিবাদের কারণ জানা যায়নি।

গত ২০ জানুয়ারি আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের সময় থেকে আরও দুই শিল্পীকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন শায়া লাবাফ। দেয়ালের ওপর রাখা একটি ক্যামেরার সামনে এসে জনসাধারণকে ‘হি উইল নট ডিভাইড আস’ কথাটি বারবার বলার আমন্ত্রণ জানান তারা।

সাধারণ নাগরিককে লাঞ্ছনা ও হয়রানি করার অভিযোগে শায়া লাবাফকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে ছাড়া পেয়েছেন বলে পুলিশের মুখপাত্র নিশ্চিত করেছেন রয়টার্সকে। ৩০ বছর বয়সী মার্কিন এই অভিনেতাকে আগামী ৪ এপ্রিল আদালতে হাজিরা দিতে হবে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।