ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

রুনা লায়লার জন্মদিনে গাইবেন দিঠি আনোয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, নভেম্বর ১৫, ২০১৬
রুনা লায়লার জন্মদিনে গাইবেন দিঠি আনোয়ার রুনা লায়লা ও দিঠি আনোয়ার

গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিনে তার গান গেয়ে শোনাবেন।

বাংলাদেশের চলচ্চিত্রে রুনা লায়লার গাওয়া প্রথম গান হলো ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’। ‘স্বরলিপি’ ছবির গানটি লিখেছিলেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

এরপর তার লেখা অসংখ্য গানে কণ্ঠ দেন রুনা।

নতুন খবর হলো, গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিনে তার গান গেয়ে শোনাবেন।

বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে গানে’র বিশেষ পর্ব সাজানো হয়েছে এভাবেই। এ আয়োজনে দিঠির পাশাপাশি রুনা লায়লার কালজয়ী ও বিখ্যাত বেশকিছু গান গেয়ে শোনাবেন ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিচিতি পাওয়া প্রিয়াঙ্কা বিশ্বাস।

স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে শুক্রবার রাত ১১টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেত্রী নাবিলা ইসলাম। প্রযোজনায় আসিফ রহমান ও আলমগীর রাসেল।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।