ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

ভূপেন হাজারিকার গান গাইবেন লিয়াকত আলী লাকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, নভেম্বর ৪, ২০১৬
ভূপেন হাজারিকার গান গাইবেন লিয়াকত আলী লাকী (বাঁ থেকে) ভূপেন হাজারিকা ও লিয়াকত আলী লাকী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী নাট্যব্যক্তিত্ব হিসেবেই পরিচিত। তবে সংগীতেও তার দখল রয়েছে।

প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার পঞ্চম প্রয়াণ দিবস স্মরণে তার গান গেয়ে শোনাবেন লাকী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে থাকছে ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শীর্ষক এ আয়োজন। এখানে লিয়াকত আলী লাকী গাইবেন ভূপেন হাজারিকার ‘আমি এক যাযাবর’, ‘মানুষ মানুষের জন্য’, ‘তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে’, ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’, ‘আয় আয় ছুটে আয় সজাগ জনতা’, ‘চোখ ছল ছল করে ওগো মা’, ‘শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে’, ‘মোরা যাত্রী একই তরণীর’ এবং ‘উই আর ইন দ্য সেম বোট’ প্রভৃতি।

এ ছাড়া ভূপেন হাজারিকার ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত তার গানের কর্মশালায় প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে থেকে বাছাইকৃত ২৫ জন শনিবার সমবেত কণ্ঠে পরিবেশন করবে ‘আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’। ঢাকা সাংস্কৃতকি দলের সম্মিলিত পরিবেশনায় থাকবে ‘দোলা হে দোলা’সহ বেশকিছু গান।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।