ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

বিপিএলে আবার শিনা চৌহান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, নভেম্বর ৪, ২০১৬
বিপিএলে আবার শিনা চৌহান ‘পাওয়ার প্লে’ অনুষ্ঠানে শিনা চৌহান

বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংসের খেলা মাঠে গড়াবে কি-না তা নিয়ে শঙ্কা চলছিলো। এর মধ্যে চ্যানেল নাইনের পর্দায় হাজির শিনা চৌহান।

ভারতীয় এই মডেল-অভিনেত্রী বিপিএলের চেনা মুখ।

খেলা শুরুর আগে ও পরে প্রাক্তন ক্রিকেটার, ধারাভাষ্যকার ও তারকাদের সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠান উপস্থাপনা করেন শিনা। কিন্তু বিপিএলের গত আসরে ছিলেন না। এবার তিনি ফেরায় খুশি দর্শকরা। টুর্নামেন্ট চলাকালীন ‘পাওয়ার প্লে’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করবেন ২৯ বছর বয়সী এই তারকা।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে অভিনয়ের সুবাদে বাংলাদেশে শিনার ভক্ত বেড়েছে। কলকাতার এই সুন্দরী অভিনয় করেছেন মালয়ালাম ভাষার ছবি ‘দ্য ট্রেন’ এবং কবিগুরুর কবিতা অবলম্বনে বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালনায় ‘মুক্তি’ ও ‘পত্রলেখা’ ছবিতে।

শিনা ‘ল্যাকমে মিস কলকাতা’ হওয়ার পর ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স-আই অ্যাম শি’ প্রতিযোগিতায় ‘আই অ্যাম ভয়েস’ পুরস্কার পেয়েছিলেন। জাতিসংঘের ‘ইয়ুথ ফর হিউম্যান রাইটস’ প্রকল্পের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।