ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

লিসার বিয়ের সানাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, অক্টোবর ৩০, ২০১৬
লিসার বিয়ের সানাই

বলিউড অভিনেত্রী লিসা হেডন তার প্রেমিক ডিনো লালভানিকে বিয়ে করলেন। এক বছর প্রেমের পর থিতু হলেন তারা।

শনিবার (২৯ অক্টোবর) থাইল্যান্ডের ফুকেটে আমানপুরি বিজ রিসোর্টে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চারহাত এক হলো তাদের।

লিসা ও ফ্যাশন ডিজাইনার মালিনি রামানি ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এগুলোতে অতিথিদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা যাচ্ছে বর ও কনেকে।  

ডিনো হলেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ী গুল্লু লালভানির পুত্র। ডিনোর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি গত মাসে ইনস্টাগ্রামে পোস্ট করে বাগদানের খবর জানান ‘কুইন’ তারকা লিসা।  

এদিকে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা যাচ্ছে লিসা হেডনকে। ৩০ বছর বয়সী এই তারকার হাতে এখন আছে ‘বাদশাহো’ নামের একটি ছবি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।