ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

দুই বছর পর শ্রাবণ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, অক্টোবর ১৮, ২০১৬
দুই বছর পর শ্রাবণ্য তৌহিদা শ্রাবণ্য ও আবুল কালাম আজাদ

মডেল-উপস্থাপিকা তৌহিদা শ্রাবণ্যকে প্রায়ই টিভি পর্দায় পাওয়া যায়। বিশেষ করে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় তিনি নিয়মিত।

হঠাৎ তাকে দেখা গেছে নাটকে কিংবা টেলিছবিতে।

তবে দুই বছর পর মিউজিক ভিডিওতে মডেল হলেন এ সময়ের জনপ্রিয় এই মডেল-উপস্থাপিকা। কুমার বিশ্বজিতের ‘তুমিহীনা’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। অ্যাডবক্স থেকে প্রকাশিত ‘বৃষ্টি কথা হোক’ অ্যালবামের গানটি লিখেছেন মাহমুদ মানজুর।

গত সপ্তাহে বর্ণ চক্রবর্তীর নির্দেশনায় গাজীপুরের জিন্দা পার্কে ভিডিওর চিত্রায়ন হয়। ব্যবহার হয়েছে ড্রোন। এতে শ্রাবণ্যর সঙ্গে মডেল হিসেবে আছেন ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’খ্যাত আবুল কালাম আজাদ। চলতি মাসের শেষ সপ্তাহে ভিডিওটি ইউটিউবে আসবে।

দুই বছর আগে বাপ্পা মজুমদারের একটি গানের ভিডিওতে মডেল হন শ্রাবণ্য। তিনি বললেন, ‘আসলে মিউজিক ভিডিওতে আপাতত কাজ করতাম না। এ গানটির সুরকার ও সংগীত পরিচালক জয় শাহরিয়ার আমাদের পারিবারিক বন্ধু। তাই তার কথা ফেলতে পারিনি। কাজটি নিয়ে আমি আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।