ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

যেমন মা, তেমন মেয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, অক্টোবর ৩, ২০১৬
যেমন মা, তেমন মেয়ে! শ্রীদেবী ও জাহ্নবী

অভিনেতা অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং তানভি ও শাবানা আজমির ভাগ্নী সাইয়ামি খের বলিউডে পা রাখলেন রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘মিরজিয়া’ ছবির মাধ্যমে।

তবে এর একটি প্রদর্শনীর অনুষ্ঠানে সব আলো কেড়ে নিলেন হর্ষবর্ধনের চাচাত বোন জাহ্নবী।

তিনি হলেন অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুর দম্পতির জ্যেষ্ঠ কন্যা।

প্রদর্শনীতে আগত অতিথিদের সবারই চোখ আটকে গিয়েছিলো জাহ্নবীর সৌন্দর্যে। অনেকের মুখ থেকে বেরিয়ে এসেছে ‘যেমন মা, তেমন মেয়ে!’ শ্রীদেবী যেমন অনিন্দ্য সুন্দর, তার কন্যাও মায়ের সৌন্দর্য নিয়ে জন্মেছে।

প্রদর্শনীতে মা-বাবা ও পরিবারের লোকজনের সঙ্গে হেঁটেছেন জাহ্নবী। দাদি নির্মলা কাপুরকেও সময় দিয়েছেন তিনি। অনুষ্ঠানে আরও ছিলেন নৃত্য পরিচালক ফারাহ খান, নিতু কাপুর, অনিল কাপুর প্রমুখ। ‘মিরজিয়া’ মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর।

শোনা যাচ্ছে, করণ জোহর ও সাজিদ নাদিওয়াড়ওয়ালার যৌথ প্রযোজনায় বরুণ ধাওয়ানের বিপরীতে ‘সিদ্ধাত’ নামের একটি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হবে জাহ্নবীর। তাকে দেখে সবাই একমত, বড় তারকা হওয়ার সব গুণাবলিই আছে তার মধ্যে।

বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।