ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

চম্পার ইচ্ছাপূরণ (ভিডিও)

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, অক্টোবর ২, ২০১৬
চম্পার ইচ্ছাপূরণ (ভিডিও) চম্পা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশীয় চলচ্চিত্রের গুণী অভিনেত্রী চম্পা চেয়েছিলেন মডেল হতে। কিন্তু বড় দুই বোনের (সুচন্দা ও ববিতা) পথ ধরে তিনি হয়ে গেছেন চিত্রনায়িকা।

অবশেষে র‌্যাম্পে হেঁটে তার মডেল হওয়ার সুপ্ত বাসনা পূর্ণ হলো।

শনিবার (১ অক্টোবর) রাতে ঢাকার হোটেল ওয়েস্টিনের বলরুমে ফ্যাশন ডিজাইনার সাব্বির শওকতের ফ্যাশন প্রতিষ্ঠান এস ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো পোশাকে ক্যাটওয়াক করেছেন চম্পা। পায়চারি শেষে নিজের ইচ্ছাপূরণ হওয়ার কথা জানান তিনি।

চম্পা বললেন, ‘আমার বরাবরই ঝোঁক ছিলো মডেলিংয়ের প্রতি। কিন্তু নায়িকা হিসেবে পরিচিতি পাওয়ার পর ব্যস্ত হয়ে যাওয়ায় আর মডেল হতে পারিনি। এখনও সেই আক্ষেপ মনে রয়ে গেছে। এস ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে র‌্যাম্পে হাঁটতে পেরে আমার মডেল হওয়ার বহুদিনের ইচ্ছাটা পূর্ণ হলো। ’

ফ্যাশন শোতে শোস্টপার ছিলেন চম্পা। শেষ চমক হিসেবে মঞ্চে আসেন তিনি। এ সময় আবহসংগীত হিসেবে বাজছিলো ফাহমিদা নবীর জনপ্রিয় গান ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। ভেলভেটের কালো গাউনের ওপর সোনালি রঙের কারুকাজ করা পোশাকে চম্পাকে লাগছিলো তরুণীদের মতো!

* র‌্যাম্পে চম্পার ভিডিও দেখুন :


আরও পড়ুন>>>
* ‘তিন কন্যা’র সঙ্গে দেখা!
* অভিনেত্রী হতে চাননি চম্পা

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।