ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

ইমরান ও পলক মুচ্ছালের ‘সবাই চলে যাবে’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, সেপ্টেম্বর ৮, ২০১৬
ইমরান ও পলক মুচ্ছালের ‘সবাই চলে যাবে’ (ভিডিও) পলক মুচ্ছাল ও ইমরান

সংগীতশিল্পী ইমরান ও ভারতীয় গায়িকা পলক মুচ্ছালের দ্বৈত অ্যালবাম ‘আমার ইচ্ছে কোথায়’ বের হচ্ছে ঈদ উপলক্ষে। এরই মধ্যে ইউটিউবে উন্মুক্ত হলো তাদের একটি দ্বৈত গানের মিউজিক ভিডিও।

এর শিরোনাম ‘সবাই চলে যাবে’।  

গানটির কথা এমন- ‘সবাই চলে যাবে একজনই পারবে না/একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না/মন ভালো নেই জানি মন তবু হারবে না/একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। ’ ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন সায়রা আক্তার জাহান। প্রেক্ষাগৃহর ব্যানারে এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।  

‘সবাই চলে যাবে’সহ অ্যালবামের বাকি পাঁচটি গানও লিখেছেন জুলফিকার রাসেল। এর মধ্যে পলক ও ইমরানের দুটি দ্বৈত। এ ছাড়া ইমরানের তিনটি একক ও পলকের একটি একক গান থাকছে। সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। ‘আমার ইচ্ছে কোথায়’ বাজারে আনছে সাউন্ডটেক।  

এ অ্যালবামের সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তিনি বলেছেন, ‘পলক মুচ্ছালের সঙ্গে প্রথমবার কাজ করেছি, এটা আমার জন্য আনন্দের। প্রেক্ষাগৃহ বাহিনী ও সায়রা অনেক পরিশ্রম করেছে।  ভিডিওটি সবাই উপভোগ করলে আমাদের পরিশ্রম সার্থক হবে।  সবার ঈদ কাটুক বাংলা গানের সঙ্গে। ’

বলিউডের ‘আশিকি-টু’ ছবির ‘চাহু ম্যায় ইয়া না’, ‘মেরি আশিকি (তু মুঝে ছোড় যায়ে)’, ‘খামোশিয়া’ ছবির ‘বাতে ইয়ে কাভি না’, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শিরোনাম-গানগুলোর গায়িকা পলক মুচ্ছাল।  

* সবাই চলে যাবে গানের ভিডিও : 

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।