ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

অন্যের সুরে জনের ‘প্রতীক্ষা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, সেপ্টেম্বর ৮, ২০১৬
অন্যের সুরে জনের ‘প্রতীক্ষা’ জন কবির-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইন্দালো ব্যান্ডের তারকা জন কবির সাধারণত অন্যের সুরে কাজ করেন না। আট বছর পর অন্যের সুরে গাইলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

অদিতের সুর-সংগীতে ‌‘প্রতীক্ষা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।  

ঈদ উপলক্ষে গানচিলের ব্যানারের এক্সক্লুসিভলি জিপি মিউজিকে প্রকাশ হচ্ছে এটি। এবারই প্রথম গানচিল থেকে জনের গান বের হচ্ছে। এর কথা লিখেছেন রায়হান ইসলাম শুভ্র।  

সবশেষ ‘জুয়েল উইথ স্টারস’ অ্যালবামে মাইলসের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েলের সুরে ‘জীবন’ শিরোনামের একটি গান গেয়েছিলেন জন। এটি প্রকাশিত হয় প্রায় আট বছর আগে।  

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জন বাংলানিউজকে বললেন, ‘আমি সাধারণত নিজের সুরেই গান করি। অনেক বছর পর আবার অন্যের সুরে গাইলাম। অদিত আমার ছোট ভাই, অনেকদিন ধরে আমাকে এই গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছে ও। অদিতের কথা ফেলতে পারিনি। ’

এদিকে ঈদ উপলক্ষে দীপ্ত টিভিতে ইন্দোলা ব্যান্ডের একটি অনূষ্ঠান প্রচার হবে ঈদের দিন। এ ছাড়া রেডিও নেক্সটে ঈদের তৃতীয় দিন ও রেডিও স্বাধীনে ঈদের দিন রাতে ব্যান্ডটিকে নিয়ে হাজির হবেন জন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএইচ/জেএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।