ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘যাদুকর’ প্রিতম হাসানের ‘মুখোশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, সেপ্টেম্বর ৭, ২০১৬
‘যাদুকর’ প্রিতম হাসানের ‘মুখোশ’ প্রিতম হাসান

‘আসো মামা হে’ গান দিয়ে আলোচনায় এসেছেন তরুণ সংগীতশিল্পী প্রিতম হাসান। তার সুরে মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ গানটিও প্রশংসিত হয়েছে।

 

আসন্ন ঈদ উপলক্ষে শোনা যাবে প্রিতমের নিজের গাওয়া দুটি গান। এগুলো হলো- ‘যাদুকর’ ও ‘মুখোশ’। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘মুখোশ’ গানটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নব্বই দশকের রেট্রো পপ সুরের আবহ পাওয়া যাবে গানটিতে। ’  

‘যাদুকর’ শিরোনামের অ্যালবামে থাকছে গানগুলো। লিখেছেন রাকিব হাসান রাহুল। গাওয়ার পাশাপাশি এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন প্রিতম।  

‘যাদুকর’ ও ‘মুখোশ’ আসছে গানচিল মিউজিক থেকে। প্রথমটি জিপি মিউজিক ও দ্বিতীয়টি রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপে থাকছে।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।