ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ঈদে শোয়েবের দ্বিতীয় 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, সেপ্টেম্বর ৩, ২০১৬
ঈদে শোয়েবের দ্বিতীয়  শোয়েব

‘খুঁজি তোরে’ গান দিয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী শোয়েব। এরপর আসে প্রথম একক ‘শুন্যস্থান’।

এর ধারাবাহিকতায় ঈদুল আজহায় প্রকাশ হচ্ছে দ্বিতীয় একক ‘তুমি সর্বোচ্চ’। এটি মূলত তিন গানের ইপি।

মাই সাউন্ডের ব্যানারে প্রকাশ হবে এটি। পাশাপাশি গানগুলো শোনা যাবে জিপি মিউজিকে।  গানগুলোর কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন জে.কে।

‘তুমি সর্বোচ্চ’তে রয়েছে একটি দ্বৈত গান। শোয়েবের সঙ্গে গেয়েছেন লুইপা। গানগুলোর শিরোনাম হলে- ‘তুমি সর্বোচ্চ’, ‘একলা মানুষ’ ও ‘দিন চলে যায়’।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।