ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে পান্থ কানাইয়ের ৩ গান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, সেপ্টেম্বর ৩, ২০১৬
ঈদে পান্থ কানাইয়ের ৩ গান  পান্থ কানাই

ক’দিন আগে ‘উইন্ড অব চেঞ্জ’-এ ‘নৌকা জমিন নাটাই’ গেয়ে আবারও আলোচনায় এসেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। ফেসবুকসহ অন্তর্জাল দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।

দীর্ঘদিন পর গানে মনযোগী হয়েছেন পান্থ। তাইতো ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তার গাওয়া তিন গানের ইপি। এর নাম ‘দেহখাঁচা’।

২০০৩ সালে সর্বশেষ একক অ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’ প্রকাশ করেছিলেন পান্থ কানাই। এক যুগেরও বেশি সময় পর একসঙ্গে তিনটি গান পাওয়া যাবে তার।  

গানগুলোর শিরোনাম ‘দেহখাঁচা’, ‘দমে দমে’ ও ‘রাত জোনাকী’। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন রাজেশ ঘোষ, সংগীতায়োজনে ইমন চৌধুরী। সিএমভির ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিকে।

অ্যালবাম প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘রাজেশ, ইমন, জীবন- সবার কাজই আমার ভালো লাগে। এই প্রথম তাদের সঙ্গে কাজ করা। আমার মনের মতো কিছু গান পেয়েছি। আর গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। ’ 

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬

এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।