ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

ওয়াশিংটনে ফোবানা সম্মেলনে গাইছেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, সেপ্টেম্বর ১, ২০১৬
ওয়াশিংটনে ফোবানা সম্মেলনে গাইছেন বেবী নাজনীন বেবী নাজনীন

প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলনমেলা হলো ফোবানা সম্মেলন। এর ৩০তম আসর বসেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শেরাটন হোটেলে।

 

এ আয়োজনে সংগীত পরিবেশন করছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী বেবী নাজনীন। ১ থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে তার পরিবেশনা। তিনি এর আগেও একাধিকবার এ সম্মেলনে অংশ নিয়েছেন।  

বেশ কিছুদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন বেবী নাজনীন। এর মধ্যে আটলান্টা, নিউইয়র্ক, নিউজার্সির কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।  

ফোবানা সম্মেলনের পর আমেরিকার বিভিন্ন রাজ্যে আরও কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বেবী। চলতি মাসের শেষ দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।