ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

কনা ও শাওন গানওয়ালার দ্বৈত (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, সেপ্টেম্বর ১, ২০১৬
কনা ও শাওন গানওয়ালার দ্বৈত (ভিডিও) কনা ও শাওন গানওয়ালা

‘আমাদের গল্প’ শিরোনামের একটি দ্বৈত গান গাইলেন কনা ও শাওন গানওয়ালা। গত ৩০ আগস্ট ইটিউন্স বাংলা মিউজিকের ইউটিউবে এসেছে এর ভিডিও।

গানটির কথা লিখেছেন তুষার হাসান, সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আমজাদ হোসেন।  

প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরির ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন হামজা খান শায়ান ও সুস্মিতা খান।  

এর আগে ইটিউন্স থেকে প্রকাশিত শাওন গানওয়ালার ‘ইচ্ছে মানুষ’ গানের মিউজিক ভিডিও প্রশংসিত হয়েছে ইউটিউব ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে।  

* ‘আমাদের গল্প’ গানের মিউজিক ভিডিও :

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।