ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

মুস্তাফা মনোয়ারের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থাপক আফজাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, সেপ্টেম্বর ১, ২০১৬
মুস্তাফা মনোয়ারের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থাপক আফজাল মুস্তাফা মনোয়ার ও আফজাল হোসেন

শিল্পী মুস্তাফা মনোয়ার হলেন টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাতা সভাপতি। তাই তার ৮১তম জন্মদিন উদযাপন করতে যাচ্ছে সংগঠনটি।

পুরো আয়োজন সঞ্চালনা করবেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।  

মুস্তাফা মনোয়ারের জন্মদিন ১ সেপ্টেম্বর। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে হবে অনুষ্ঠানটি। এর আহ্বায়ক সাইদুল আনাম টুটুল।

অনুষ্ঠানে থাকবে নাচ, গান, কবিতা। শুরুতেই গুরুবন্দনা করে নৃত্য পরিবেশন করবেন শিবলী মোহাম্মদ ও শামীম আর নীপা। রবীন্দ্রসংগীত গাইবেন লাইসা আহমেদ লিসা ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা। আবৃত্তি করবেন হাসান আরিফ।

অনুষ্ঠানে মুস্তফা মনোয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ টেলিভিশন ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।  

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক বাংলানিউজকে বলেন, ‘মুস্তাফা মনোয়ার অনেকদিন ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে নানাভাবে আলোকিত করে রেখেছেন। তার নেতৃত্বে ডিরেক্টরস গিল্ডের কর্মযাত্রা শুরু হয়। এই গুণী মানুষটির দীর্ঘায়ু ও মঙ্গল কামনার উদ্দেশে আমরা অনুষ্ঠানটি আয়োজন করেছি। ’

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।