ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

জয়ের ‘সেন্স অব হিউমার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, আগস্ট ৩১, ২০১৬
জয়ের ‘সেন্স অব হিউমার’ শাহরিয়ার নাজিম জয়

অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় উপস্থাপনা করলেন। ‘সেন্স অব হিউমার’ নামে একটি রম্য ম্যাগাজিন পরিকল্পনা ও পরিচালনা তার।

এবারই প্রথম উপস্থাপক হিসেবে পাওয়া যাবে তাকে।  

অনুষ্ঠানটি সাজানো হয়েছে নাচ, গান ও রম্য আলোচনায়। এগুলোতে অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী। রুনা লায়লার জনপ্রিয় গান ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ খালি গলায় গেয়েছেন কনা। দিঠি আনোয়ারের কণ্ঠেও একটি গান থাকছে।  

নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ভাবনা। এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, জিতু আহসান ও স্বাগতা অংশ নিয়েছেন মজার আলোচনায়। এটিএন বাংলায় আসছে ঈদের ষষ্ঠ দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘সেন্স অব হিউমার’। প্রযোজনায় আবদুস সাত্তার।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।