ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শখের চুরি করার অভিযোগ নিলয়ের কাছে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, আগস্ট ৩১, ২০১৬
শখের চুরি করার অভিযোগ নিলয়ের কাছে!

ধনী বাবার আদরের কন্যা শখ। পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে হেসেখেলে দিন কাটে তার।

তবে তার এক ধরণের মানসিক রোগ আছে। তিনি নিজেও তা বুঝতে পারেন না।  

অসুখটা হলো শখ যেখানেই যান সেখান থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে আসেন। কিন্তু চুরি করার ব্যাপারটা কখনও স্বীকার করেন না। বন্ধুরা সবই বুঝতে পারে। কিন্তু তাকে বললে তিনি মন খারাপ করবেন তাই বলে না তারা।  

একসময় শখের বিয়ে হয় নিলয়ের সঙ্গে। কিন্তু রোগটা থেকে যায়। এ নিয়ে স্বামীর কাছে একের পর এক অভিযোগ আসতে থাকে। এটি ‘সাইলেন্ট থিফ’ টেলিছবির গল্প। মজার বিষয় হলো, বাস্তবেও নিলয়-শখ দম্পতি।  

টেলিছবিটি লিখেছেন তানিম রহমান, পরিচালনায় কৌশিক শংকর দাশ।  বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘সাইলেন্ট থিফ’।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬ 
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।