ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

গ্রামবাংলার চুটকি নিয়ে ধারাবাহিক নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, আগস্ট ৩০, ২০১৬
গ্রামবাংলার চুটকি নিয়ে ধারাবাহিক নাটক বাঁ থেকে) প্রাণ রায়, বাঁধন, আখম হাসান, আলভী ও শামীম জামান

গ্রাম বাংলার আড্ডায় অনেকেই কথার মাঝে নানান চুটকি বলেন। তাদেরকে গ্রামবাসী মজার মানুষ হিসেবেই চেনে।

এসব চুটকী শুনতে অনেকে ভাব জমিয়ে থাকেন তাদের সঙ্গে। তারাও চুটকি বলে মজা পান। সুযোগ পেলেই চুটকির ঝুলি নিয়ে তারা আড্ডা জমিয়ে তোলেন বন্ধুদের আড্ডায় কিংবা স্বজনের সঙ্গে।  

এমন প্রচলিত চুটকি বা কৌতুক নিয়ে গত ঈদের পর আসন্ন ঈদুল আজহার জন্যও ছয় পর্বের ধারাবাহিক নাটক পরিচালনা করলেন অভিনেতা শামীম জামান। এর নাম ‘চুটকি ভান্ডার ২’।  

এবারের গল্পগুলো হলো- হরিনী, তালাগুনা, জলযোগ জলবিয়োগ, কৃপণের ধন, তিন পন্ডিত এবং ঘুষখোর। এগুলো রচনা করেছেন আহসান আলমগীর, ফজলুল সেলিম, আমানুল হক হেলাল এবং শামীম জামান। পরিচালনা করেছেন শামীম জামান ।  

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, আ.খ.ম হাসান, শামীম জামান, রহমত আলী, প্রাণ রায়, অহনা, আলভী, বাঁধন, আমানুল হক হেলাল, তারিক স্বপন, নূরে আলম নয়ন এবং অনেকে।  

ঈদের পরদিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতি রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘চুটকি ভান্ডার-২’।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।