ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

বিয়ন্সের জয়জয়কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, আগস্ট ২৯, ২০১৬
বিয়ন্সের জয়জয়কার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণ করছেন বিয়ন্সে নোলস

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস শাসন করলেন মার্কিন গায়িকা বিয়ন্সে নোলস। রোববার (২৮ আগস্ট) এখান থেকে আসরের সর্বোচ্চ পুরস্কার ভিডিও অব দ্য ইয়ার-সহ আটটি ট্রফি গেছে তার ঘরে।

মাঝে মঞ্চে টানা পনেরো মিনিট নিজের ‘লেমোনেড’ অ্যালবামের গানগুলোর পাঁচমিশালী পরিবেশনায় মুগ্ধ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর। রাতটা শাসন করেছেন নারীরাই। এর মধ্যে নেতৃত্ব দিলেন বিয়ন্সে।  ১১টি মনোয়নের মধ্যে আটটিতেই শেষ হাসি হেসেছেন তিনি।  এবারের আটটি নিয়ে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের ইতিহাসে সর্বোচ্চ ২৪টি পুরস্কার জেতার ইতিহাস গড়েছেন বিয়ন্সে। এর আগে ২০টি পুরস্কার নিয়ে এ তালিকায় শীর্ষে ছিলেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা।  

বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক পাঁচটি গানের সম্মিলিত পরিবেশনায় মুগ্ধ করেন বিয়ন্সে। তার পরিবেশনা শেষে অতিথিরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে অভিবাদন জানায়।

আয়োজকরা অনুষ্ঠান শুরুর মাত্র তিন ঘণ্টা আগে জানায়, বিয়ন্সে সংগীত পরিবেশন করতে আসছেন। তিনি লালগালিচায় আসেন গত দুই বছরে মার্কিন পুলিশের হাতে নিহত তিন আফ্রিকান-আমেরিকান নাগরিকের মায়েদের নিয়ে।

ভিডিও অব দ্য ইয়ার বিভাগে অ্যাডেলের ‘হ্যালো’, ড্রেকের ‘হটলাইন ব্লিং’, জাস্টিন বিবারের ‘সরি’ ও কানইয়ে ওয়েস্টের ‘ফেমাস’কে হটিয়ে সেরা হয়েছে বিয়ন্সের ‘ফরমেশন’। সেরা নারী ভিডিও আর নৃত্য পরিচালনা, সম্পাদনা বিভাগের পুরস্কারও দর্শকভোটে উঠেছে তার হাতেই।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।