ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

অনিল বাগচী হওয়ার পর আরেফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, আগস্ট ২৯, ২০১৬
অনিল বাগচী হওয়ার পর আরেফ

মোরশেদুল ইসলাম পরিচালিত 'অনিল বাগচীর একদিন' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন আরেফ সৈয়দ। এবার তিনি অভিনয় করবেন 'কার্স অব দ্য কোহিনূর' নামের একটি ছবিতে।

এটি তৈরি হবে উর্দু ভাষায়।  

রোববার (২৮ আগস্ট) বাংলানিউজকে খবরটি দিয়ে আরেফ সৈয়দ জানান, এই ছবি পরিচালনা করবেন আমেরিকা প্রবাসী রাঘব মুরালি। সোমবার থেকে গাজীপুরে এর চিত্রায়ন শুরু হওয়ার কথা।  

জিরিয়াব এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি যুক্তরাষ্ট্র ও ভারতে মুক্তি পাবে বলে আশা করছেন আরেফ সৈয়দ। এতে তার সঙ্গে থাকছেন 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' থেকে পরিচিতি পাওয়া সাদিকা স্বর্ণা।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।