ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শাকিবের সঙ্গে বুবলির পয়লা দর্শন (ভিডিও) 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, আগস্ট ২৮, ২০১৬
শাকিবের সঙ্গে বুবলির পয়লা দর্শন (ভিডিও)  ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের সঙ্গে বুবলি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রেখেই আলোচিত হয়ে গেছেন বুবলি। সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা হয়ে যাওয়া এই তরুণীকে ঘিরে দর্শকদের কৌতূহল কেবল বাড়ছে।

 

এতোদিন শাকিব-বুবলি জুটির স্থিরচিত্র দেখেই দর্শক ও ভক্তদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার ভিডিওতে এলো তাদের রসায়ন। শামিম আহাম্মেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবির ‘মন তোকে ছাড়া’ শিরোনামের একটি গানের ভিডিও ললিপপের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।  

এতে সাদা, কালো ও কমলা রঙা গাউনে দেখা গেছে বুবলিকে। শাকিব পরেছেন গাঢ় নীল, সাদা ও লাল রঙা ব্লেজারের স্যুট। নৃত্য পরিচালনা করেছেন ভারতের আদিল শেখ।  

গানটি গেয়েছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর আগে ‘বসগিরি’র শিরোনাম-গানের অডিও প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন ও গেয়েছেন কলকাতার শত্রুজিৎ দাশগুপ্ত। সুর করেছেন ডাব্বু।  

খান ফিল্মস প্রযোজিত ‘বসগিরি’ মুক্তি পাবে এবারের ঈদুল আজহায়। এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, মাজনুন মিজান, মিজু আহমেদ ও কলকাতার রজতাভ দত্ত।  

* ‘বসগিরি’ ছবির​ ‘মন তোকে ছাড়া’ গানের ভিডিও : 

বাংলাদেশ সময় : ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।