ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ইমরান হাশমির নতুন ছবির পোস্টার নকল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, আগস্ট ২৮, ২০১৬
ইমরান হাশমির নতুন ছবির পোস্টার নকল

অভিনয়ের পর প্রযোজনায় এলেন বলিউড তারকা ইমরান হাশমি। প্রযোজক হিসেবে প্রথম ছবি ‘ক্যাপ্টেন নবাব’-এ নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের প্রেক্ষিতে ছবিটি পরিচালনা করছেন টনি ডি সুজা।

‘ক্যাপ্টেন নবাব’-এর পোস্টারে দেখা যাচ্ছে সেনাবাহিনীর পোশাক পরে হাতে অস্ত্র নিয়ে বসে আছেন ইমরান হাশমি। ৩৭ বছর বয়সী এই অভিনেতার গায়ে পাকিস্তান ও ভারত উভয় দেশের পতাকা সংবলিত ইউনিফর্ম আছে।

এই পোস্টারের সঙ্গে ‘কল অব ডিউটি: ব্ল্যাক ওপস’ ভিডিও গেমের অনেক মিল! গেমটির পোস্টারে দেখা যায় একজন সৈনিক হাতে অস্ত্র নিয়ে বসে আছেন। ইমরান যেন এই ভঙ্গিটাই অনুকরণ করেছেন।

এর আগেও বলিউডের বহু ছবির পোস্টার নকলের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘ঢিশুম’, ‘ফ্যান্টম’, ‘বোম্বে ভেলভেট’, ‘এনএইচ টেন’, ‘বদলাপুর’, ‘পিকে’, ‘গজিনি’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘হ্যাপি নিউ ইয়ার’ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।