‘কী বলে হৃদয়’, ‘খারাপ হাতের লেখা’ ও ‘অচেনা চড়ুই’- এ তিনটি গান নিয়ে প্রথম একক অ্যালবাম বের করলেন কণ্ঠশিল্পী জুবায়ের টিপু। এগুলো মেলোডিয়াস ও প্রেমের।
‘কী বলে হৃদয়’ নামের অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, রাজন সাহা ও লুৎফর হাসান। শিরোনাম গানটির ভিডিও এসেছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে একটি রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এটি দেখানো হয়।
ভিডিওটি নির্মাণ করেছেন অ্যালবামের সব গানের গীতিকার ইশতিয়াক আহমেদ। এতে মডেল হয়েছেন কারার ও মিমি। এর সংগীতায়োজনে করেছে জে. কে. মজলিশ।
প্রকাশনা অনুষ্ঠানে ছিলেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বাংলাদেশ বেতারের পরিচালক ও রবীন্দ্রসংগীত শিল্পী কামাল আহমেদ, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, সংগীতশিল্পী তানভীর তারেক, লেজার ভিশনের চেয়াম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জেএইচ


