ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

হৃদয়ের রেস্তোরাঁর উদ্বোধনে বালাম-হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, আগস্ট ২৬, ২০১৬
হৃদয়ের রেস্তোরাঁর উদ্বোধনে বালাম-হাবিব (বাঁ থেকে) মিনার রহমান, বালাম, হাবিব ওয়াহিদ, হৃদয় খান ও মিলন মাহমুদ

রেস্তোরাঁ চালু করলেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। গত ২৪ আগস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

তাদের মধ্যে অন্যতম বালাম ও হাবিব ওয়াহিদ।

হৃদয় জানান, রাজধানীর ৩০০ ফুট সড়কে ‘জায়রো হাউস’ (Gyro House) নামে একটি রেস্তোরাঁ খুলেছেন হৃদয়। ওইদিন বিকেল ৫টায় কেক কেটে এর উদ্বোধন হয়। এ সময় আরও ছিলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ, মিনার রহমান প্রমুখ।

শোবিজ তারকাদের খাবারের দোকান খোলার চল নতুন নয়। সাম্প্রতিক কালে চিত্রনায়ক রিয়াজ, সংগীতশিল্পী শাফিন আহমেদ, হাবিব, মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, অভিনেতা মিশু সাব্বির প্রমুখ রেস্তোরাঁ খুলেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।