ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ক্যাট-বরুনের প্রথম ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, আগস্ট ২৫, ২০১৬
ক্যাট-বরুনের প্রথম ছবি বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ

রুপালি পর্দায় এর আগে একসঙ্গে দেখা যায়নি বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফকে। তবে যুক্তরাজ্যে করণ জোহর আয়োজিত কনসার্ট ‘ড্রিম টিম ট্যুর’-এ তাদের রসায়ন দেখে নিয়েছেন দর্শক।

শোনা যাচ্ছে, রোমো ডি সুজা পরিচালিত ‘এবিসিডি’র তৃতীয় কিস্তি ‘এবিসিডি থ্রি’তে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফকে। ২০১৩ সালে মুক্তি পেয়েছিলো ‘এবিসিডি’। এর মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন নৃত্যপরিচালক রোমো। ছবিটি শুধু পরিচালনা নয়, এর নৃত্য পরিচালনাও করেছিলেন তিনি।  

গত বছর মুক্তি পেয়েছে ‘এবিসিডি’র দ্বিতীয় কিস্তি ‘এবিসিডি টু’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। ছবিটি বক্স অফিসে শত কোটির ব্যবসা করেছে। সে সাফল্য উদযাপনের সময় ‘এবিসিডি থ্রি’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন রেমো।

এর আগে একটি সংবাদ সম্মেলনে ‘এবিসিডি থ্রি’ প্রসঙ্গে বরুণ ধাওয়ানকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘কোনো গুঞ্জন ছড়াতে চাই না শুধু এতোটুকু বলবো আমি সবসময় রেমো স্যারের সঙ্গে কাজ করতে চাই। ’   

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।