ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

একসঙ্গে এলো ‘আঁধার পোকা’ ও ‘শুন্যতা’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, আগস্ট ২৪, ২০১৬
একসঙ্গে এলো ‘আঁধার পোকা’ ও ‘শুন্যতা’  ‘আঁধার পোকা’ ও ‘শুন্যতা’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

সংগীতশিল্পী এস. আই. সুমনের নতুন দুই অ্যালবাম ‘আঁধার পোকা’ ও ‘শুন্যতা’ প্রকাশিত হলো। সম্প্রতি এগুলোর মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর একটি রেস্তোরাঁয়।

অনুষ্ঠানে থেকে অ্যালবামগুলোর মোড়ক খোলেন আইয়ুব বাচ্চু, ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, লাবু রহমান, শফিক তুহিন, আলিফ আলাউদ্দিন।

অ্যালবাম দুটির গানগুলো শোনা যাচ্ছে মোবাইল প্রতিষ্ঠান রবির ডিজিটাল প্ল্যাটফর্মে। কিছুদিন পর জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত বের হবে দুটি সিডি। এ ছাড়া ডিভিডিতে আসবে ৬টি গানের ভিডিও।  

‘আঁধার পোকা’ ও ‘শুন্যতা’য় দুটিতে আছে ১২টি গান। এগুলোর কথা লিখেছেন কবির বকুল, শেখ রানা, শাহান কবন্ধ ও নিপু। সুর ও সংগীতায়োজন করেছেন সিজান ও এস. আই. সুমন।  

‘ঢাকা’ নামে একটি ব্যান্ডের লিড গিটারিস্ট ছিলেন সুমন। গীতিকার, সুরকার, মিউজিক প্রডিউসার হিসেবেও কাজ করেছেন। একটি টিভি চ্যানেলের প্রধান শব্দ প্রকৌশলী হিসেবে এখন কর্মরত আছেন।  

* ‘আঁধার পোকা’ গানের ভিডিও: 


বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।