ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

এক ছবিতে ইস্টউড, বেকহ্যাম, রোনালদো ও বিবার 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, আগস্ট ২৩, ২০১৬
এক ছবিতে ইস্টউড, বেকহ্যাম, রোনালদো ও বিবার  (বাঁ থেকে) ক্লিন্ট ইস্টউড, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনালদো ও জাস্টিন বিবার

বিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদকে নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি চলচ্চিত্র। এতে একসঙ্গে অভিনয় করবেন সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম ও দলটির বর্তমান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

সঙ্গে থাকবেন হলিউড তারকা ক্লিন্ট ইস্টউড ও হার্টথ্রব গায়ক জাস্টিন বিবার।  

আগামী বছরের মার্চে নাম চূড়ান্ত না হওয়া ছবিটির চিত্রায়ন শুরু হতে পারে। হলিউডের ‘গোল’ সিরিজের ছবিগুলোর ফর্ম্যাটেই তৈরি হবে এটি। এতে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলা বেশ কয়েকজন ফুটবলারকে দেখা যাবে।  

যুক্তরাজ্যের পত্রিকা ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডিয়ান গায়ক বিবার অভিনয় করবেন তরুণ মার্কিন ফুটবলার চরিত্রে। রোনালদো ও বেকহ্যামকে তাদের চরিত্রেই দেখা যাবে। আর অস্কারজয়ী বর্ষীয়ান ইস্টউড থাকছেন দাদার ভূমিকায়।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।