ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

রণবীর-বাণীর চুম্বন ছাড়া প্রথম ছবি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, আগস্ট ২৩, ২০১৬
রণবীর-বাণীর চুম্বন ছাড়া প্রথম ছবি!

বলিউড অভিনেত্রী বাণী কাপুরের জন্মদিন ২৩ আগস্ট। ২৮ বছরে পা রেখেছেন তিনি।

এই দিনে তার অভিনীত ‘বেফিকরে’ ছবির নতুন একটি স্থিরচিত্র প্রকাশ করলো প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।  

টুইটারে প্রকাশিত ছবিটিতে বাণীর ফিটফাট শারীরিক গড়ন বেশ স্পষ্ট। সহশিল্পী রণবীর কাপুরের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তাকে। মজার ব্যাপার হলো, এটাই ‘বেফিকরে’র প্রথম কোনো স্থিরচিত্র যেটাতে তাদেরকে চুম্বন দৃশ্যে দেখা গেলো না! এর আগে গত কয়েকমাসে পাঁচটি স্থিরচিত্র প্রকাশিত হয়। যার প্রতিটিতেই ছিলো তাদের চুম্বন দৃশ্য।

‘বেফিকরে’র টুইটার পেজে ছবিটি শেয়ার দিয়ে বাণীকে শুভেচ্ছা জানানো হয়েছে। ছবিটির বাংলা অর্থ হলো ভাবনাহীন। এটি মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর। এর বেশিরভাগ দৃশ্যায়ন হয়েছে ফ্রান্সের প্যারিস ও কান শহরে।  

তিন বছর আগে যশরাজ ফিল্মসের প্রযোজনায় সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘শুধ দেশি রোম্যান্স’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বাণীর। এতে পরিণীতি চোপড়াও ছিলেন।  

এদিকে ‘বেফিকরে’র মাধ্যমে সাত বছর পর পরিচালনায় ফিরেছেন আদিত্য চোপড়া। সবশেষ ২০০৮ সালে শাহরুখ খান ও আনুশকা শর্মাকে নিয়ে ‘রব নে বানা দি জোড়ি’ ছবিটি পরিচালনা করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।