ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

মেয়ের ছবি তুলতে দিচ্ছেন না রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, আগস্ট ২৩, ২০১৬
মেয়ের ছবি তুলতে দিচ্ছেন না রানী রানী মুখার্জি

বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে গত ২০ আগস্ট রাত সাড়ে ১১টায় মুম্বাই আন্তর্জাতিক বিমাবন্দরে দেখা গেলো। সঙ্গে ছিলো তার আট মাসের কন্যাসন্তান আদিরা।

এখনও অবধি এই শিশুকে ক্যামেরাবন্দি করার সুযোগ পায়নি ভারতীয় সংবাদমাধ্যম। কারণ তাকে পুরো পরিবার পাপারাজ্জিদের হাত থেকে সাবধানে রেখেছে।

সেদিন রাতে রানীর মেয়ে সব আলো কেড়ে নিয়েছিলো। তাকে সবাই আদর করতে উৎসুক হয়ে উঠেছিলো। গায়ে লাল জামা আর মাথায় ছিলো সুন্দর হ্যাট। বিমানবন্দরে যারাই তাকে দেখেছে তাদের মন্তব্য হলো, বাঙালি মায়ের মতোই বড় বড় চোখ পেয়েছে আদিরা। ওই চোখে ভাষার অভাব নেই!

চারপাশের মানুষজন আদিরার ছবি তুলতে যারপরনাই চেষ্টা করেছে। কিন্তু নিরাপত্তাকর্মীরা কাউকে মোবাইল ক্যামেরা তাক করতে দেয়নি। কারণ রানী মোটেও তা চান না।

মেয়ের ছবি তুলতে তো দেননি, নিজেও ক্যামেরাবন্দি হতে চাননি রানী। তিনি নাকি আলোকচিত্রীদেরকে বলেছেন, ‘কেউ ছবি তুলবেন না। ’ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি অন্যদের মতো নন বলে জানান। ফলে রানীর মেয়ে দেখতে কেমন তা স্বচক্ষে দেখতে ভক্তদের আরও অপেক্ষা করতে হবে!

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।