ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

মমর শাসনে নাঈম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, আগস্ট ২৩, ২০১৬
মমর শাসনে নাঈম! ‘পূর্ণতা’ নাটকের দৃশ্যে এফএস নাঈম ও জাকিয়া বারী মম

চয়ন কাজ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। শিউলিকে নিয়ে তার সংসার।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তাকে শুনতে হয় স্ত্রীর চিৎকার। এমন আচরণ আর কর্মব্যস্ত জীবন চয়নের কাছে বড্ড একঘেয়ে লাগে। সে যেন সবসময় ক্লান্ত।

হঠাৎ পরিবর্তন আসে চয়নের মধ্যে। তার মুখে ক্লান্তি ভাব যেন নেই। বউয়ের সঙ্গে ঠাট্টা-তামাশা করে। সে এখন সন্ধ্যার পরিবর্তে বেশ রাত করে বাসায় ফেরে। ডায়েরি লেখে। চয়ন অফিসে যাওয়ার পর ডায়েরি পড়ে শিউলি ধরে নেয় তার স্বামী পরকীয়ায় জড়িয়েছে। চয়ন বাসায় ফিরলে তার মুখোমুখি দাঁড়ায় শিউলি।

শেষটুকু জানা যাবে ‘পূর্ণতা’ নাটকে। এতে চয়ন এফএস নাঈম এবং শিউলির ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম। উত্তরার জয়তু শুটিং হাউজে এর চিত্রায়ন হয়েছে গত ২০ ও ২১ আগস্ট। এটি চ্যানেল নাইনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রাকেশ বসু। তিনি বলেন, ‘দৈনন্দিন ব্যস্ততার ভিড়ে মানুষ জীবন থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে বিলাসবহুল জীবনযাপন করলেও তাদের মধ্যে পূর্ণতা থাকে না। সেইসব মানুষের গল্পই আছে এতে। ’

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।