ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

আবু হেনা রনির অনুষ্ঠানে দর্শকদের পাঠানো ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, আগস্ট ২২, ২০১৬
আবু হেনা রনির অনুষ্ঠানে দর্শকদের পাঠানো ভিডিও আবু হেনা রনি

চারপাশে প্রতিদিন নানান মজার ঘটনা দেখা যায়। ‘মীরাক্কেল’ তারকা আবু হেনা রনি এসব ঘটনা ভিডিও ধারণ করে তার কাছে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সেগুলো প্রচার হবে তার উপস্থাপনায় বিনোদনমূলক মজার অনুষ্ঠান ‘নেটফান’-এ।  

রনি জানান, এখন ইউটিউবসহ আরও নানান ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কনটেন্ট রয়েছে, যেগুলোতে মানুষের মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষণীয় বিষয় লুকিয়ে থাকে।  

যোগ করে রনি বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা নেটকেন্দ্রিক বেশকিছু ফানি ভিডিও আপলোড করে। এ অনুষ্ঠানে সেগুলো দেখানো হবে। ধারণকৃত ভিডিও হতে হবে দুই মিনিটের। ’

এস আলী সোহেলের প্রযোজনায় ‘নেটফান’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচার হয় প্রতি মঙ্গলবার রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।