ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

বন্যার্তদের পাশে ডিরেক্টরস গিল্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, আগস্ট ২২, ২০১৬
বন্যার্তদের পাশে ডিরেক্টরস গিল্ড

বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সোমবার (২২ আগস্ট) থেকে এর নেতা ও সদস্যরা জামালপুরের বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

এখানে আছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, সকাল আহমেদ, মাসুদ মহিউদ্দীন, রিয়াজুল রিজু, চয়নিকা চৌধুরী, হাসান শিকদার, ফজলুল হক, সাজ্জাদ সনি, কবির বাবুসহ বেশ কয়েকজন নাট্য নির্মাতা।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক বলেন, ‘জামালপুর জেলার প্রত্যন্ত একটি চরে আমরা ত্রাণ নিয়ে এসেছি। আমাদের সঙ্গে প্রায় ২৫ জনের একটি দল রয়েছে। ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত পথে আছেন। তিনিও আমাদের সঙ্গে যোগ দেবেন। ’

চলচ্চিত্র ও নাট্য পরিচালক রিয়াজুল রিজু প্রতিশ্রুতি দিয়েছেন, ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। জামালপুরের পর অন্যান্য বন্যাকবলিত এলাকায় যাবেন তারা।

বাংলাদেশ সময় : ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।