ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

সেই পিয়ারী বেগম এখন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, আগস্ট ২১, ২০১৬
সেই পিয়ারী বেগম এখন পিয়ারী বেগম

বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর বেশিরভাগ কলাকুশলী বেঁচে নেই। এতে অভিনয় করে ইতিহাসের অংশ হয়ে আছেন  পিয়ারী বেগম।

নানা কারণে তাকে আর পাওয়া যায়নি রূপালি পর্দায়। চ্যানেল আইয়ের ‘আমার ছবি’তে এসব নিয়ে কথা বলেছেন তিনি।  

চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠানটির ৭৫০তম পর্ব প্রচার হবে সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায়। এ পর্বের অতিথি হয়েছেন পিয়ারী বেগম। আলাপচারিতায় তিনি তুলে ধরেছেন সেই সময়ের বিভিন্ন প্রসঙ্গ।  

‘আমার ছবি’র পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনা দিচ্ছেন শামীম আলম দীপেন ও শফিউজ্জামান খান লোদী। ২০০০ সালের ২ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক এ জে মিন্টুর সাক্ষাৎকার প্রচারের মধ্য দিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কর্ম ও জীবন নিয়ে অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।