ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ক্যাটরিনা-আলিয়ার ওয়াটার অ্যারোবিক্স (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, আগস্ট ২১, ২০১৬
ক্যাটরিনা-আলিয়ার ওয়াটার অ্যারোবিক্স (ভিডিও) ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট

বলিউডের দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট বরাবরই একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছেন। তাদের ফিটনেস ট্রেনার একজনই।

যুক্তরাষ্ট্রে ড্রিম টিম ট্যুরে অংশ নিতে গিয়ে এ দুই সুন্দরীর তুমুল ব্যস্ত সময় কেটেছে। এই সফর তাদের সম্পর্ক মজবুতও করেছে। কনসার্টে অংশ নেওয়ার আগে পুলে ওয়াটার অ্যারোবিক্সে অংশ নিয়েছেন ক্যাটরিনা ও আলিয়া। কনসার্টে অনেকক্ষণ ধরে নাচতেও লম্ফঝম্ফ করতে হয়। তাই শরীরটাকে ঝালিয়ে নিলেন দু’জনে। কালো বিকিনি পরে তারা নেমেছিলেন জলে।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন আলিয়া। এটা দেখে মনে হচ্ছে, কাজটা করা খুব সহজ! তবে আলিয়া জানালেন ভিন্ন কথা। ২৩ বছর বয়সী এই অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘কনসার্টের প্রস্তুতি হিসেবে পানিতে অ্যারোবিক্স করলাম। দেখতে আনন্দদায়ক মনে হলেও ব্যাপারটা তেমন ছিলো না (হাসি)। ’

নির্মাতা করণ জোহর আয়োজিত ড্রিম টিম কনসার্টে আরও অংশ নিচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, আদিত্য রয় কাপুর ও পরিণীতি চোপড়া।

* সুইমিং পুলে ক্যাটরিনা-আলিয়ার ভিডিও :

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।