ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদের ধারাবাহিকে চম্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, আগস্ট ২০, ২০১৬
ঈদের ধারাবাহিকে চম্পা চম্পা

অনেকদিন পর আবার অভিনয়ে ফিরছেন চিত্রনায়িকা চম্পা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নির্মাণাধীন ছয় পর্বের ধারাবাহিক নাটকে কাজ করতে রোববার (২১ আগস্ট) নেপাল যাচ্ছেন তিনি।

নাটকটির দৃশ্যায়ন শেষ করে চলতি মাসের শেষ সপ্তাহে চম্পা ঢাকায় ফিরবেন বলে জানান।  

শনিবার চম্পা বাংলানিউজকে জানান, ‘সিঙ্গাপুরে আমার মেয়ে ও নাতিদের নিয়ে ব্যস্ত থাকায় কাজ করতে পারিনি। তবে এখন থেকে ভালো কাহিনী ও নির্মাতা পেলে ছোট পর্দায় নিয়মিত হবো। ’

২০১৩ সালে সবশেষ এশিয়ান টিভিতে প্রচারিত ‘সেকেন্ড ইনিংস’ ধারাবাহিক নাটকে অভিনয় করেন চম্পা। আর তার অভিনীত সবশেষ ছবি এসএ হক অলিকের ‘আরও ভালোবাসবো তোমায়’।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।