ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

‘স্টার ওয়ারস’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রণবীর কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, আগস্ট ২০, ২০১৬
‘স্টার ওয়ারস’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রণবীর কাপুর! রণবীর কাপুর

বলিউড তারকাদের কাছে সাফল্যের নতুন মাইলফলক এখন হলিউড। একসময় হিন্দি ছবির কাঙাল থাকা প্রিয়াঙ্কা চোপড়া থেকে দীপিকা পাড়ুকোন এখন ইংরেজি ছবির শিল্পে কাজ করতে ভীষণ আগ্রহী তারা।

সেই দলে নেই রণবীর কাপুর! টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপে ভক্তদের হতবাক করে দেওয়ার মতো তথ্য ফাঁস করেছেন তিনি। হলিউডে আগ্রহ আছে কি-না জানতে চাইলে ৩০ বছর বয়সী এই তারকা জানান, ‘স্টার ওয়ারস’ ছবির দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।  

কিন্তু অডিশন দেওয়ার ভয়ে প্রস্তাবটি ফিরিয়ে দেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ তারকা রণবীর। খবরটা জেনে নিশ্চয়ই ভক্তদের আফসোস হচ্ছে! হলিউডের সবচেয়ে ব্যবসাসফল ফ্রাঞ্চাইজির মধ্যে অন্যতম ‘স্টার ওয়ারস’-এর নতুন কিস্তিতে  তাকে দেখলে কী দারুণ ব্যাপারই না হতো।  

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলা রণবীর চমকানোর মতো আরেকটি তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, ইনস্টাগ্রামে তার গোপন অ্যাকাউন্ট আছে! লাজুক আর অন্তর্মুখী বলে প্রকাশ্যে আসেন না বলেও জানিয়েছেন ঋষি কাপুর-নিতু সিং দম্পতির এই পুত্র।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।