ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

অবশেষে যুক্তরাজ্যের ভিসা পেলেন আমজাদ আলি খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, আগস্ট ২০, ২০১৬
অবশেষে যুক্তরাজ্যের ভিসা পেলেন আমজাদ আলি খান আমজাদ আলি খান

অনেক বিতর্কের পর ভারতের প্রখ্যাত সরোদ শিল্পী আমজাদ আলি খান অবশেষে যুক্তরাজ্যের ভিসা পেলেন। কয়েকদিন আগে তার ভিসার আবেদন নাকচ করে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেন তিনি।

ভিসা পেয়ে আমজাদ আলি খান ফেসবুকে লিখেছেন, ‘যুক্তরাজ্যে গাইতে যাওয়ার জন্য অবশেষে ভিসা পেলাম। গত কয়েকদিনে আমার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সহায়তা করার বার্তাগুলো পড়ে আমি অভিভূত। এটা অনেক বড় ব্যাপার। ’

যোগ করে ৭০ বছর বয়সী এই কিংবদন্তি আরও লিখেছেন, ‘বিশেষ ধন্যবাদ জানাই কিথ ভ্যাজকে। আমার ভিসা বাতিল হওয়ার খবর জেনে নিজে থেকেই এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তিনি। আগামী ১৮ সেপ্টেম্বর লন্ডনে রয়েল ফেস্টিভ্যাল হলে সংগীত পরিবেশনের জন্য অপেক্ষা করছি। ’

এক সপ্তাহ অসম্পূর্ণ তথ্যের কারণ দেখিয়ে আমজাদ আলি খানের ভিসার আবেদন বাতিল করে দেওয়া হয়। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে ভারতে। কারণ তারও কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আটকে রাখা হয়েছিলো সুপারস্টার শাহরুখ খানকে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।