ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

তারিনের একক নৃত্যানুষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, আগস্ট ২০, ২০১৬
তারিনের একক নৃত্যানুষ্ঠান

অভিনয়ের পাশাপাশি নাচেও তারিনের সুনাম আছে। তবে অভিনয়ের মতো নাচে তিনি নিয়মিত নন।

বিশেষ দিবসেই কেবল নূপুর পায়ে জড়ান তিনি। তাই আসন্ন ঈদুল আজহায় নাটকের পাশাপাশি নাচেও পাওয়া যাবে তাকে।

তারিনের একক নৃত্যানুষ্ঠানটির নাম ‘আহারে কি মায়ায়’। এতে আধুনিক, লোকজ, কন্টেমপরারি, ইজিপসিয়াম, ময়ূর নাচ করেছেন তিনি। চিত্রায়নের আগে বেশ কয়েকদিন অনুশীলন করতে হয়েছে তাকে।

তারিন বলেন, ‘আমার কাছে নাচ বরাবরই ভালোলাগার বিষয়। অভিনয়ের মতোই এটা আমার রক্তে মিশে আছে। অনেকদিন ধরে নাচটা করা হয়ে উঠছিলো না নানা কারণে। এবার চমৎকার একটি অনুষ্ঠান করতে পেরেছি। এজন্য বেশ খাটতেও হয়েছে আমাকে। দর্শকদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে। ’

তারিন নেচেছেন ইভান শাহরিয়ার সোহাগের নৃত্য পরিচালনায়। শাহীদ শরীফের প্রযোজনায় ‘আহারে কি মায়ায়’ অনুষ্ঠানটি আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

বাংলাদেশ সময় : ১২১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।