ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

প্রযোজনায় কপিল শর্মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, আগস্ট ১৬, ২০১৬
প্রযোজনায় কপিল শর্মা কপিল শর্মা

কমেডিয়ান থেকে শুরু করে অভিনেতা, গায়ক ও পরিচালনাসহ বেশকিছু মুকুট একসঙ্গে মাথ‍ায় পড়েছেন কপিল শর্মা। বর্তমানে সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কপিল।

 

তবে নতুন খবর হলো, এবার প্রযোজনার মুকুট মাথায় পড়তে যাচ্ছেন কমেডিয়ান এই তারকা। ‘পিরিয়ড’ নামক একটি চলচ্চিত্র প্রযোজনা করবেন তিনি। তবে এতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।

২০১৫ সালে ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন কাপিল। এ ছাড়া শোনা যাচ্ছে, সুভাষ ঘাইয়ের পরবর্তী ছবিতে দেখা যাবে ৩৫ বছর বয়সী এই অভিনেতাকে। ‘তাল’, ‘পরদেশ’ ও ‘খলনায়ক’-এর মতো জনপ্রিয় ছবিগুলো পরিচালনা করেছেন সুভাষ।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।