ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখের তিন সন্তানের আঁকাআঁকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, আগস্ট ১৫, ২০১৬
শাহরুখের তিন সন্তানের আঁকাআঁকি

বলিউড সুপারস্টার শাহরুখ খানের তৃতীয়বারের মতো মার্কিন বিমানবন্দরে আটকে থাকার হয়রানির ঘটনা নিয়ে পড়ে নেই তার পরিবার। এখন লস অ্যাঞ্জেলেস শহরে একসঙ্গে সময়গুলো উপভোগ করছেন তারা।

মার্কিন মুলুকে তোলা নিজেদের তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামের একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন শাহরুখ-পত্নী গৌরি। এতে দেখা যাচ্ছে, তিন ভাইবোন মেঝেতে বসে আঁকাআঁকিতে মগ্ন।

খান পরিবারের কনিষ্ঠ সদস্য আবরাম এইটুকুন বয়সেই মুরব্বিদের মতো কাজ করে বিশ্বজুড়ে শাহরুখ ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। গৌরির পোস্ট করা ছবিতে বোঝা যাচ্ছে- শুধু মা-বাবার কাছে নয়, ভাইবোনের কাছেও সে যথেষ্ট আদুরে। পারলে তারাও সারাক্ষণ আবরামের আঙুল ধরে রাখে!

ওপরের দিক থেকে তোলা ছবিটিতে কারও মুখই দেখা যাচ্ছে না। উদোম গায়ে আরিয়ান একটি স্কেচ পেন ধরে আছেন। আবরাম ব্যস্ত রঙ নির্বাচনে। আর সুহানা রঙ করছেন। এর ক্যাপশনে গৌরি লিখেছেন, ‘উজ্জ্বল ও সার্থক ছবি। সম্মিলিতভাবে আঁকাআঁকি। ’ শাহরুখকেও এটি ট্যাগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।