ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

নারী বন্ড হতে প্রিয়াঙ্কার শর্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, আগস্ট ১৩, ২০১৬
নারী বন্ড হতে প্রিয়াঙ্কার শর্ত প্রিয়াঙ্কা চোপড়া

জেমস বন্ড চরিত্রে এতোদিন অভিনেতারা কাজ করলেও আগামীতে অভিনেত্রীদেরকেও এ ভূমিকায় দেখা যাওয়ার জল্পনা চলছে। এ ক্ষেত্রে অনেকের নাম আসছে।

হলিউডে পরিচিত মুখ হয়ে ওঠায় প্রিয়াঙ্কা চোপড়ারও নারী বন্ড হওয়ার সম্ভাবনা হয়তো তৈরি হবে। তবে সহসা এ চরিত্রে কাজ করতে ইচ্ছুক নন তিনি। যদি করেনও সেক্ষেত্রে থাকবে কিছু শর্ত থকবে প্রাক্তন এই বিশ্বসুন্দরীর।

নারী বন্ড হওয়ার ইচ্ছা আছে কি-না জানতে চাইলে প্রিয়াঙ্কা শর্ত হিসেবে উল্লেখ করেন, তার চরিত্রের নাম রাখতে হবে জেন। কারণ জেমস নামের সঙ্গে জেন নামটা সঙ্গত।

এদিকে এখন প্রিয়াঙ্কার হাতভর্তি কাজ! আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুম, হলিউডের ছবি ‘বেওয়াচ’ আর জার্মান মডেল হেইডি ক্লুমের ফ্যাশন বিষয়ক শো ‘প্রজেক্ট রানওয়ে’র নিয়ে ব্যস্ত ৩৪ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।