ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

সিয়াটল চলচ্চিত্র উৎসবে ‘পৌনঃপুণিক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, আগস্ট ১১, ২০১৬
সিয়াটল চলচ্চিত্র উৎসবে ‘পৌনঃপুণিক’ ‘পৌনঃপুণিক’ ছবিতে আইনুন পুতুল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে আগামী ১৪ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’। এবার বসছে এর ১১তম আসর।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থান করে নিয়েছে বাংলাদেশের একটি চলচ্চিত্র।  

খন্দকার সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পৌনঃপুণিক’ বেলভিউ আর্ট মিউজিয়ামে প্রদর্শিত হবে উৎসবের প্রথম দিন। একজন ভাসমান যৌনকর্মী অন্ধকার জগতের বাসিন্দা হয়েও তার সন্তানের আলোকজ্জ্বল জীবনের স্বপ্ন দেখা, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সমাজের বাঁধা বিপত্তিকে দূর করার অদম্য জেদ ও সন্তানের জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার প্রচেষ্টার আরেক নাম ‘পৌনঃপুণিক–দ্য হ্যামস্টার হুইল রেবেলিয়ন’।

আইডিয়া এক্সচেঞ্জের প্রযোজনা ও মোশন ভাস্করের সৃজনশীলতায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুমন নিজেই। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল। অন্যান্য চরিত্রে অাছেন রানী সরকার, ফজলুল হক, ফারজানা, রওশন আরা মুক্তি, মিতু রহমান, ফারজানা রুমি ও মানিক বাহার।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।