ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

ঘোড়া থেকে পড়ে গেলেন বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, আগস্ট ১১, ২০১৬
ঘোড়া থেকে পড়ে গেলেন বিদ্যা বিদ্যা বালান

একদিন আগে জানা গিয়েছিলো, ‘বেগম জান’ ছবিতে তিনটি ঐতিহাসিক নারী চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। দিল্লিতে ছবিটির ঘোড়ায় চড়ার একটি দৃশ্যে কাজ করতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেয়ে আবার খবরের শিরোনামে তিনি।

রাজিয়া সুলতান চরিত্রে অভিনয়ের সময় ঘটনাটি ঘটে।   তখন ঘোড়াটি আচমকা তার সামনের দুই পা ওপরের দিকে তুলে ফেলায় পড়ে যান ‘দ্য ডার্টি পিকচার’ তারকা বিদ্যা। ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিলেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

চোট পেলেও কাজ থামিয়ে রাখেননি বিদ্যা। যদিও তার সামনে বডি ডাবলের সহযোগিতা নেওয়ার সুযোগ ছিলো। কিন্তু তা না নিয়ে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই দৃশ্যটিতে কাজ করেছেন।

‘বেগম জান’ হলো সৃজিত মুখার্জির বাংলা ছবি ‘রাজকাহিনীর’ হিন্দি সংস্করণ। ১১ জন নারীর জীবনযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। তারা যৌনপল্লীতে থাকেন এবং ভারত-পাকিস্তান বিভক্তির শিকার হন। এতে বিদ্যার পাশাপাশি আরও অভিনয় করছেন গওহর খান, পল্লবী শারদা, ফ্লোরা সাইনি, ইলা অরুণ, মিষ্টি, ঋদ্ধিমা তিওয়ারি। ভাট পরিবারের প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসের পরিবেশনায় আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।